About
Spread the love
আসসালামুআলাইকুম! আমি মোঃ আব্দুল্লাহ আল আরাফাত (abdullah al arafat) জন্ম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়।আমার শৈশব ফেনী জেলাতেই কেটেছে এখন বর্তমানে কৈশোরে পা দিয়েছি। অনেককিছু নতুন করে শিখছি এবং জানছি শেখা এবং জানার মধ্যেই আমার জীবন এবং শেখার জন্যই মূলত ব্লগ সাইটটি ওপেন করলাম।আর বেশি আগানো উচিত হবে না আপনারাও হয়তো বিরক্ত হচ্ছেন।পরিশেষে এটাই বলবো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুক আমিন।