• Bangla,  Uncategorized

  সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সারমর্ম

  সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালবেসে। জানি না তোর ধন-রতন আছে কিনা রাণীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল. কোন গগনে উঠেরে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে।   সারমর্মঃ মা মাতৃভূমি স্বর্গ হতে শ্রেষ্ঠ। জন্মভূমিকে সকলেই ভালোবাসে। জন্মভূমির ফুল, চাঁদের হাসি, সৌন্দর্য মন মাতিয়ে তোলে। এ দেশের আলোতে চোখ জুড়ায়। তাই মাতৃভূমিতেই আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করার বাসনা রাখি।

 • Uncategorized

  লোভে পাপ পাপে মৃত্যু ভাবসম্প্রসারণ

  লোভে পাপ পাপে মৃত্যু মূলভাবঃ লোভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সম্প্রসারিত ভাবঃ কোনো কিছু পাওয়ার আকাঙ্খার নামই লোভ। লোভ মানবজীবনের সবআেয়ে বড শত্রু। জগতের কোনো মানুষই নিজের অবস্থান নিয়ে তৃপ্ত থাকতে পারে না। এই অতৃপ্ত কামনা-বাসনা থেকেই জন্ম নেয় লোভ। মানুষ লোভের বর্শবর্তী হয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কাঙ্ক্ষিত বস্তুু পাওয়ার জন্য সে বিভিন্ন কৌশল অবলম্বন করে। সে ভালো কাজ করছে না মন্দ কাজ করছে, সেই হিতাহিত জ্ঞান আর থাকে না। লোভ মানুষের বিবেক-বুদ্ধিকে লোপ পাইয়ে দেয় এবং ভালো-মন্দ,পাপ-পুণ্য বিচারের ক্ষমতা নিঃশেষ করে তাকে পাপ-পাঙ্কিলতার দিকে ধাবিত করে। মন্তব্যঃ লোভ-লালসা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাই আমাদের লোভ-লালসা পরিহার করে চলা উচিত।

 • হালাল ব্যাবসায়ের নমুনা
  Uncategorized

  হালাল ব্যাবসায়ের নমুনা

  হযরত ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ  আমরা যার মাজহাবের অনুসারী, তিনি অনেক বড় ব্যাবসায়ী ছিলেন।কাপড়ের ব্যাবসা করতেন।কিন্তু হাদীসের ওপর আমল করতে গিয়ে বড় থেকে বড় মুনাফাও ছেড়ে দিয়েছেন। একদিন তাঁর কাছে কাপড়ের একটি থান আসল।থানটির মধ্যে সামান্য একটু রিজেক্ট ছিল। তিনি দোকানের ম্যানেজারকে বলে দিলেন : বিক্রির সময় ক্রেতাকে যেনো এ সামান্য ক্রুটি সম্পর্কেও বলে দেওয়া হয়। কিছুদিন পর ম্যানেজার কাপড়ের ওই ক্রুটিযুক্ত থানটি বিক্রি করে দিলেন।কিন্তু ঘটনাক্রমে কাপড়ে যে ক্রুটি ছিল তা ক্রেতাকে বলতে ভুলে গেলো। যখন ইমাম সাহেব ম্যানেজারকে জিজ্ঞেস করলেন :সে ক্রুটিযুক্ত থানের কি খবর? ম্যানেজার বলল ঃ হযরত ! আমিতো সে থান বিক্রি করে দিয়েছি অন্য কোন মালিক হলে নিশ্চয়ই ম্যানেজারকে চালাকির পুরস্কার হিসেবে অতিরিক্ত বখশিস…